Durgapur Maoist poster

ভোটের মুখে মাও পোস্টার দুর্গাপুরে

ভোটের মুখে মাওবাদী পোস্টার ঘিরে উত্তেজনা ছড়াল দুর্গাপুরে। আজ সকালে দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের দেওয়ালে মাওবাদী পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ওই স্কুল থেকেই ভোটের সময় ইভিএম বিলি হওয়ার কথা।

পোস্টারগুলিতে সিপিআই মাওবাদীর নাম করে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে। পোস্টার দেখে পুলিসে খবর দেওয়া হয়। পরে পুলিস এসে পোস্টার গুলি ছিঁড়ে দেয়।

First Published: Saturday, April 26, 2014, 14:23


comments powered by Disqus