Last Updated: October 26, 2013 10:55

ফের জল ছাড়ল ডিভিসি। গতকাল রাতে পাঞ্চেত জলাধার থেকে ২২ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন জলাধার থেকে ছাড়া হয়েছে ১২ হাজার কিউসেক জল। গতকাল সকালে পাঞ্চেত জলাধার থেকে ২০ হাজার কিউসেক এবং মাইথন থেকে সাত হাজার কিউসেক জল ছাড়া হয়। ডিভিসি জল ছাড়ায় বন্যা পরিস্থিতি আশঙ্কা করা হচ্ছে। আশঙ্কায় হুগলির আরামবাগ-খানাকুল ও হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দারা।
অন্যদিকে, গালুডি, কংসাবতী, তারাসেনি ও ভৈরববাঁকি ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে। গালুডি থেকে ছাড়া হয়েছে নিরানব্বই হাজার কিউসেক জল। কংসাবতী থেকে দশ হাজার কিউসেক, তারাসেনি থেকে সাত হাজার কিউসেক এবং ভৈরববাঁকি ব্যারেজ থেকে আড়াই হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। প্লাবনের আশঙ্কা পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের ছটি ব্লকে। পূর্ব মেদিনীপুরেও বন্যার আশঙ্কা করা হচ্ছে।
First Published: Saturday, October 26, 2013, 10:55