Last Updated: November 5, 2013 18:08

রঘুনাথপুরে তাদের দ্বিতীয় প্রকল্প অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার পথেই কি হাঁটতে চলেছে ডিভিসি? পুরুলিয়ার জেলাশাসককে দেওয়া ডিভিসি কর্তৃপক্ষের চিঠিতে সেই আশঙ্কার কথাই উঠে এসেছে। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, অতি দ্রুত সমস্যার সমাধান না করলে দ্বিতীয় প্রকল্প অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া ছাড়া তাদের কাছে আর গতি থাকবে না।
দ্বিতীয় পর্যায়ে ৬৬০ মেগাওয়াট করে দুটি বিদ্যুত্কেন্দ্র তৈরির পরিকল্পনা ছিল ডিভিসি-র। প্রথম পর্যায়ের কাজ শেষ হলেও, জমিজটে আটকে রয়েছে ওয়াটার করিডরের কাজ।
First Published: Tuesday, November 5, 2013, 18:08