Last Updated: September 16, 2013 13:21

পুরুলিয়ার রঘুনাথপুরে জমিদাতাদের আন্দোলনের পিছনে রয়েছে বহিরাগত সংগঠিত শক্তি। ডিভিসি কর্তৃপক্ষকে এই মর্মে সতর্ক করল সিআইএসএফ। এরপর আজ সকাল থেকেই কারখানা চত্বরে বাড়ানো হয়েছে পুলিসি নিরাপত্তা। কারখানার ভেতরে ও বাইরে মোতায়েন করা হয়েছে সিআইএসএফ।
চাকরির দাবিতে জমিদাতাদের আন্দোলন। আপাতত বিশ বাঁও জলে রঘুনাথপুরে ডিভিসির প্রকল্প। কিন্তু জমিদাতাদের এই আন্দোলন সংগঠিত করল কারা? এই প্রশ্ন যখন উঠছে, তখন রবিবার ডিভিসি কর্তৃপক্ষকে সতর্ক করেছে সিআইএসএফের গোয়েন্দা বিভাগ। গোয়েন্দাদের রিপোর্ট, আন্দোলনের পিছনে রয়েছে কোনও বহিরাগত সংগঠিত শক্তি। তবে মাওবাদীরাই এই আন্দোলনের পিছনে কিনা, তা নিয়ে নির্দিষ্টভাবে কিছুই বলা হয়নি গোয়েন্দা রিপোর্টে।
এরপরই নড়ে চড়ে বসেছে ডিভিসি কর্তৃপক্ষ। বাড়তি নিরাপত্তার জন্য শুরু হয়েছে তত্পরতা। রবিবার প্রকল্পের বাইরে দিনভর চলে বিক্ষোভ। ডিভিসির অন্য প্রকল্প থেকে উত্পাদিত বিদ্যুত্ সরবরাহ করা হয় গ্রিডের মাধ্যমে। এই গ্রিড বসানো রয়েছে রঘুনাথপুরের নির্মীয়মান প্রকল্প এলাকার ভেতরে। রবিবার আন্দোলনের জেরে বিকেল পর্যন্ত কোনও কর্মীকেই সেখানে ঢুকতে দেওয়া হয়নি। বিকেলের পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
First Published: Monday, September 16, 2013, 14:34