নীলপুরে আক্রান্ত ডিওয়াইএফআই কর্মীরা, DYFI supporters affected

নীলপুরে আক্রান্ত ডিওয়াইএফআই কর্মীরা

নীলপুরে আক্রান্ত ডিওয়াইএফআই কর্মীরাবর্ধমানের ছোট নীলপুর এলাকায় আক্রান্ত হলেন ডিওয়াইএফআই কর্মীরা। ডিওয়াইএফআই -এর উদ্যোগে একটি রক্তদান শিবিরে হামলা চালানো হয়। রক্তদাতাদের পাশাপাশি আয়োজক ডিওয়াইএফআই কর্মীদেরও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেস রয়েছে বলে অভিযোগ জানিয়েছেন ডিওয়াইএফআই কর্মীরা। রক্তদান শিবিরে উপস্থিত বর্ধমান মেডিক্যাল কলেজের কর্মীদেরও হেন্স্থা করা হয়েছে। রক্তদাতাদের জন্য রাখা খাবার ফেলে দেওয়া হয়েছে। ছিঁড়ে দেওয়া হয়েছে ডিওয়াইএফআই-এর ব্যানার এবং ফেস্টুন।





First Published: Sunday, December 11, 2011, 21:25


comments powered by Disqus