Last Updated: December 23, 2011 13:50

ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ। ভারতীয় সময় সকাল সাড়ে ছটা নাগাদ শহর ও সংলগ্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে পাঁচ দশমিক আট। ভূমিকম্পের কেন্দ্র মাটির আট কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হতেই আতঙ্কে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েন আতঙ্কিত মানুষ। শহরের সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ। ভূমিকম্পের জেরে বিদ্যুত্ ও টেলিফোন ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন। তবে আতঙ্ক ছড়িয়েছে যথেষ্টই।

ফেব্রুয়ারির ভূমিকম্পের ভয়াল স্মৃতি নগরবাসীর মনে এখনও টাটকা। সেই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। মারা গিয়েছিলেন ১৮১ জন।
First Published: Friday, December 23, 2011, 13:50