ফিলিপিন্সে ভূমিকম্প, মৃত ১

ফিলিপিন্সে ভূমিকম্প, মৃত ১

ফিলিপিন্সে ভূমিকম্প, মৃত ১ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার সকালে মধ্য ফিলিপিন্সের নেগ্রোস দ্বীপপুঞ্জে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। এদিনের ভূমিকম্পে এখনও পর্যন্ত দেওয়াল চাপা পড়ে ১টি শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মধ্য ফিলিপিন্সে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ফিলিপিন্স সরকার জানিয়েছে, কম্পনের ফলে নেগ্রোস দ্বীপপুঞ্জে পূর্ব উপকূলে সমুদ্রের ৩ ফুট পর্যন্ত উঁচু হওয়ার আশঙ্কা রয়েছে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, ভূমিকম্পের এপিসেন্টার ছিল নেগ্রোসের উত্তরে ডুমাগেট শহর থেকে ৭৭ কিলোমিটার দূরে ও ৪৬ কিলোমিটার গভীরে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, প্রায় ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। আতঙ্কে বাড়ি, শপিং মল, স্কুল, অফিস থেকে রাস্তায় বেরিয়ে পড়ে সবাই।

এর আগে ১৯৯০-এ ফিলিপিন্সের লিউজনে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২০০০ মানুষের মৃত্যু হয়।

First Published: Monday, February 6, 2012, 13:59


comments powered by Disqus