ভূমিকম্পের জেরে বন্ধ হয়ে গেল সিকিমের স্কুল-কলেজ

ভূমিকম্পের জেরে বন্ধ হয়ে গেল সিকিমের স্কুল-কলেজ

Tag:  Easthquake Sikkim
ভূমিকম্পের জেরে বন্ধ হয়ে গেল সিকিমের স্কুল-কলেজ আজ বেলা ১১টা ৪৩ ভূমিকম্পে কেঁপে উঠল সিকিমের মাটি। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫।

সতর্কতামূলকভাবে বন্ধ রাখা হয়েছে সিকিমের স্কুল-কলেজ গুলি।

সূত্রে খবর গ্যাংটকের বেশ কিছু বাড়িতে এই ভূমিকম্পের ফলে ফাটল তৈরি হয়েছে। সাধারণ মানুষ আতঙ্কে বাড়ির বাইরে চলে এসেছেন।

আর একটি সূত্রে খবর শিলিগুড়িতেও এই ভূকম্পনের কিছু আভাস পাওয়া গেছে।

First Published: Thursday, October 3, 2013, 14:33


comments powered by Disqus