ভারত মহাসাগর কাঁপিয়ে ফের ভূমিকম্প

ভারত মহাসাগর কাঁপিয়ে ফের ভূমিকম্প

ভারত মহাসাগর কাঁপিয়ে ফের ভূমিকম্পফের ভয়াবহ ভুমিকম্প ভারত মহাসাগরের গভীরে। বুধবার বেলা ২টো ১৭ বেজে ৩০ সেকেন্ডে রিখটার স্কেলে ৮.৫ তীব্রতার কম্পনের তীব্রতায় কেঁপে ওঠে ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলি। কম্পন অনুভূত হয় কলকাতা ও দেশের দক্ষিণ উপকূলের শহরগুলিতে।

বান্দা আচে থেকে ৪৩৪ কিলোমিটার পশ্চিমে, সুমাত্রার পশ্চিম উপকূল ছিল কম্পনের উপকেন্দ্র।






First Published: Wednesday, April 11, 2012, 15:51


comments powered by Disqus