ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল

ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল

 ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচলশুক্রবার সকালে ভূকম্পনে কেঁপে উঠল হিমাচল প্রদেশ। আজ সকাল আটটা নাগাদ আতঙ্ক ছড়িয়ে কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চল। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫.৪।

জম্মু-কাশ্মীরের কিশটওয়ার এই ভূমিকম্পের এপিসেন্টার বলে জানা গেছে।

হিমাচলের শিমলা, চাম্বা, লাহুল, স্পিতি, কুলু এবং কাংরাতে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। চন্ডিগড়ের কিছু কিছু অঞ্চলেও মৃদু কম্পন হয়েছে বলে জানা গেছে।



First Published: Friday, August 2, 2013, 10:40


comments powered by Disqus