Last Updated: December 23, 2012 21:25

আই লিগে পরপর দু ম্যাচে হারতে হল ইস্টবেঙ্গলকে। প্রয়াগ ইউনাইটেডের পর এবার লাল হলুদের আই লিগ যাত্রায় কাঁটা ছড়িয়ে দিল মুম্বই এফসি। রবিবার পুণেতে ট্রেভর জেমস মরগ্যানের দল ১-২ গোলে হারল মুম্বই এফসির বিরুদ্ধে। এই ম্যাচে হারায় আই লিগের ম্যারাথন দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল লাল হলুদ। আই লিগের পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গল এখন চার নম্বরে। ১১ ম্যাচে ইস্টবেঙ্গলের সংগ্রহ ২১ পয়েন্ট।
ম্যাচের ৯৬ মিনিট অবধি ০-২ গোলে পিছিয়ে ছিল মরগ্যানের দল। সাত মিনিটের দীর্ঘ ইনজুরি টাইমের একেবার শেষ দিকে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমান চিডি। খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকার পর খেলা থেকে হারিয়ে যান ইস্টবেঙ্গলের ফুটবলাররা। সেই সুযোগে ম্যাচের ৬৪ মিনিটে মুম্বই এফসিকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল ফার্নান্দেস। ইনজুরি টাইমে ইউসুফ ইয়াকুবুর গোলে ব্যবধান বাড়ায় মুম্বই এফসি।
First Published: Sunday, December 23, 2012, 21:25