ফেড কাপের শেষ চারে ইস্টবেঙ্গল

ফেড কাপের শেষ চারে ইস্টবেঙ্গল

ফেড কাপের শেষ চারে ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল (৪): কালীঘাট এমএস (৩)

মোহনবাগান, মহামেডান, প্রয়াগের মত কলকাতার দলগুলোর ব্যর্থতার মাঝে মশাল হয়ে উঠল ইস্টবেঙ্গল। গ্রুপ লিগের শেষ ম্যাচে টানাটান উত্তেজনায় কালীঘাট এমএসকে ৪-৩ গোলে হারিয়ে শেষ চারে উঠল ইস্টবেঙ্গল। এই গ্রুপের অন্য ম্যাচে ওনজিসি ২-১ গোলে স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দেওয়ায় সেমিফাইনালে ওঠার রাস্তাটা পরিষ্কার হয়ে যায় মর্গ্যানের দলের। সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে চার্চিল ব্রাদার্স।

শিলিগুড়িতে হওয়া এই ম্যাচের ১৬ মিনিটের মধ্যে ০-২ গোলে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। ১৫ মিনিটের মধ্যেই অবশ্য ম্যাচের ফল ২-২ হয়ে যায় মননদীপ সিংয়ের জোড়া গোলে। ম্যাচের ৪০ মিনিটে কালীঘাট এমএসকে আবার এগিয়ে দেন ক্রিস্টোফার। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান চিডি। ম্যাচের ৫৯ মিনিটে ফের পেনাল্টি থেকে গোল করে নাটকীয় ম্যাচে দলকে সেমিফাইনালে তোলেন চিডি।

First Published: Tuesday, September 25, 2012, 17:23


comments powered by Disqus