Last Updated: March 30, 2012 22:35

আই লিগে খেতাবি দৌড় অব্যাহত রাখল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে মুম্বই এফসি-কে ৩-১ গোলে হারিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল ট্রেভর মরগ্যানের দল। খেলার ৩ মিনিটে নিকোলাসের গোলে পিছিয়ে পড়লেও, দমে যায়নি লাল-হলুদ শিবির। টোলগে আর রবিন সিংয়ের গোলে প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। টোলগে গোলটি করেন পেনাল্টি থেকে। মরসুমের শেষ পর্বে ক্রমেই সেরা ছন্দে ফিরছে টোলগে-রবিন জুটি।
দ্বিতীয়ার্ধে অবশ্য ইস্টবেঙ্গলের উপর চাপ বজায় রেখেছিল খালিদ জামিলের দল। পরিবর্ত হিসাবে মেহেতাবকে মাঠে নামিয়ে পরিস্থিতি সামাল দেন মরগ্যান। টোলগের পরিবর্ত হিসাবে মাঠে নেমে মেহেতাবের কর্ণার থেকে গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করে দেন এডমিলসন। ২২ ম্যাচে ৪১ পয়েন্ট পেয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকল ইস্টবেঙ্গল।
First Published: Friday, March 30, 2012, 22:38