Last Updated: September 15, 2012 17:22

আর্থিক সমস্যায় জেরবার ইস্টবেঙ্গল। আর্থিক কারণে এখনও চতুর্থ বিদেশি নিতে পারেননি লাল-হলুদ কর্তারা।একই কারণে ফেডারেশন কাপের আগে ফুটবলারদের মনোবিদের ক্লাস করাতে পারছেন না কোচ মরগ্যান। গত মরসুমে নিয়মিত ব্যবধানে মনোবিদের সামনে বসতেন রবিন,ওপারা-রা। এর ফলে তাদের পারফরম্যান্সেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল।
তাই এবারও মরগ্যান চেয়েছিলেন নতুন মরসুম শুরু হওয়ার আগে ফুটবলারদের মনোবিদের সামনে বসাতে।কিন্তু ক্লাব জানিয়ে দিয়েছে আর্থিক সমস্যা চলছে তাই তাদের পক্ষে এখনই এটা করা সম্ভব হচ্ছে না। যদিও কিছু ফুটবলার নিজেদের উদ্যোগে নিয়মিত ব্যবধানে মনোবিদের কাছে যান বলে জানিয়েছেন কোচ মরগ্যান।
First Published: Saturday, September 15, 2012, 17:22