টোলগেকে রাখতে হাল ছাড়ছে না ইস্টবেঙ্গল

টোলগেকে রাখতে হাল ছাড়ছে না ইস্টবেঙ্গল

টোলগেকে রাখতে হাল ছাড়ছে না ইস্টবেঙ্গলটোলগে ওজবেকে রাজি করাতে পারলেন না ইস্টবেঙ্গল কর্তারা। মঙ্গলবার সন্ধ্যায় টোলগের সঙ্গে বৈঠক করেন লাল-হলুদের এক কর্তা। বেশ কিছুক্ষণ আলোচনা হয় দুজনের মধ্যে। কিন্তু বৈঠকের পরও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারা যায়নি বলে ইস্টবেঙ্গল সূত্রে খবর।

পুণে থেকে কলকাতায় ফিরে ফের লাল-হলুদ কর্তাদের সঙ্গে বসবেন টোলগে। টোলগের ব্যাপারে ইস্টবেঙ্গল কর্তারা এখনও হাল না ছাড়লেও, অজি গোলমেশিনকে যে আর রাখা যাবে না তা তারা ভাল মতই বুঝতে পারছেন।

First Published: Tuesday, May 1, 2012, 23:38


comments powered by Disqus