অনুশীলন ছাড়াই খেলতে হচ্ছে ইস্টবেঙ্গলকে

অনুশীলন ছাড়াই খেলতে হচ্ছে ইস্টবেঙ্গলকে

অনুশীলন ছাড়াই খেলতে হচ্ছে ইস্টবেঙ্গলকেকার্যত কোন ম্যাচ অনুশীলন ছাড়াই এএফসি কাপ ম্যাচ খেলতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। যাতে রীতিমত ক্ষুব্ধ লাল-হলুদ কোচ ট্রেভর মরগ্যান।

আই লিগের মাঝপর্বে প্রায় ৩ সপ্তাহ বিশ্রাম পেয়েছেন টোলগে, পেনরা। এখন অনুশীলনের মধ্যে থাকলেও,দীর্ঘদিন ম্যাচের মধ্যে নেই টোলগেরা। কোচ মরগ্যান বলছেন, এএফসি মত টুর্নামেন্টের আগে ফুটবলারদের যথার্থ ম্যাচ অনুশীলন পাওয়া উচিত ছিল।

ধর্মঘটের কারণে ইস্টবেঙ্গলের  ঘরোয়া লিগের ম্যাচ বাতিল হওয়ায় পর লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট দলের জন্য প্রস্তুতি ম্যাচ আয়োজন করার চেষ্টা করেছিল। কিন্তু প্রতিপক্ষ দল পাওয়া যায়নি। তাই শিল্ডের একটা ম্যাচ খেলেই এএফসি খেলতে হচ্ছে ইস্টবেঙ্গলকে।

First Published: Wednesday, February 29, 2012, 20:55


comments powered by Disqus