ইস্টবেঙ্গলের বাজেট বাড়াচ্ছে না ইউবি গ্রুপ

ইস্টবেঙ্গলের বাজেট বাড়াচ্ছে না ইউবি গ্রুপ

ইস্টবেঙ্গলের বাজেট বাড়াচ্ছে না ইউবি গ্রুপচলতি মরসুমে কিংফিশার ইস্টবেঙ্গলের বাজেট বাড়াচ্ছে না প্রধান স্পনসর ইউবি গ্রুপ। বিশ্ববাজারে আর্থিক মন্দা ও প্রধান স্পনসরের ব্যবসায়ীক অবস্থা ভাল না হওয়াতেই সম্ভবত এই সিদ্ধান্ত বলে ক্লাব সূত্রে খবর।

চলতি মরসমে এখনও পর্যন্ত আইএফএ শিল্ড ও সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। আসল দুটো ট্রফি অর্থাত্‍ ফেডারেশন কাপ ও আইলিগ দুটোতেই রানার্স হয়েছে লাল-হলুদ। পুরস্কার মূল্য থেকে এক কোটি টাকার মত পেয়েছে ক্লাব। অন্যান্য স্পনসরদের থেকেও আশানুরূপ টাকা পায়নি ইস্টবেঙ্গল।

তাই এবার সম্ভবত ১৩ কোটি টাকাই বাজেট হতে চলেছে লাল-হলুদের। ইস্টবেঙ্গলের স্ট্রাইকারদের পারফরম্যান্সেও খুশি নয় প্রধান স্পনসর। তাদের স্পষ্ট বক্তব্য, রন্টি বা ওডাফারা যেমন যেমন খেলেছেন, সেইভাবে খেলতে পারেননি টোলগে বা রবিনরা। অন্যদিকে চলতি মরসুমে পেমেন্ট বাড়ছে সৌমিক দে-র।

First Published: Tuesday, May 8, 2012, 22:31


comments powered by Disqus