Last Updated: January 11, 2012 22:11

সরকারিভাবে অ্যালান গওয়ের পরিবর্ত নেওয়ার ছাড়পত্র পেয়ে গেল ইস্টবেঙ্গল। বুধবারই ফেডারেশনের তরফ থেকে আই লিগে গওয়ের পরিবর্ত নেওয়ায় অনুমতি দিয়ে দেওয়া হয় ইস্টবেঙ্গলকে।
ফেডারেশনের ছাড়পত্র পাওয়ার পরই গওয়ের পরিবর্ত নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। বেশ কয়েকজন বিদেশি ফুটবলারের বায়োডাটা ক্লাবের ফুটবল সচিব পাঠিয়ে দিচ্ছেন কোচ মরগ্যানকে। তিনিই গওয়ের পরিবর্ত নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এদিকে স্পোর্টিং ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোচ-ফুটবলারদের মারগাঁওয়ের স্টেডিয়ামের কর্তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে বিষয়টিকে শৃঙ্খলারক্ষা কমিটিতে পাঠিয়েছে ফেডারেশন। অন্য দিকে, এএফসি কাপের জন্য ইস্টবেঙ্গলের আই লিগের সূচি বদলানোর সিদ্ধান্ত নিয়েছে আই লিগ কমিটি।
First Published: Wednesday, January 11, 2012, 22:11