Last Updated: January 24, 2013 22:56

আজ শুক্রবার আই লিগে পুণে এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। মাঝে কয়েকটি ম্যাচ হেরে পয়েন্ট নষ্ট করেছেন মেহতাবরা। তাই প্রত্যেকটি ম্যাচকে এখন নকআউট পর্যায়ের ম্যাচ হিসাবেই দেখছেন ইস্টবেঙ্গল কোচ মরগ্যান।
পুণেতে শুক্রবার আই লিগে পুণে এফসির মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। যেভাবে পয়েন্ট নষ্ট করেছে লালহলুদ শিবির, তাতে আই লিগের খেতাবি দৌড়ে টিকে থাকতে হলে সবকটি ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে নকআউট পর্যায়ের ম্যাচ। টিম মিটিংয়ে দলের ছেলেদের পরিস্থিতি বোঝাতে সক্ষম হয়েছেন মরগ্যান। তাই পুণের বিরুদ্ধে খেলতে নামার আগে অতীত ভুলে আত্মবিশ্বাসি ইস্টবেঙ্গল কোচ।
নাম নথিভুক্ত হলেও ম্যাচ ফিট না থাকায় বোরিসিচকে খেলানোর ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি মরগ্যান। তাই চিড্ডির পাশে মননদীপ সিংকে রেখেই আপাতত আক্রমণভাগ সাজিয়েছেন ইস্টবেঙ্গল কোচ।
First Published: Thursday, January 24, 2013, 22:56