East midnapur murder

পূর্ব মেদিনীপুরে একই পরিবারের চার জনকে খুন

Tag:  east midnapur Murder
পরিবারের চারজনকে কুপিয়ে খুন করে পালাল যুবক। নৃশংস এই খুনের ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার কালিকাকুণ্ডু গ্রামে। অভিযুক্ত যুবকের নাম জগন্নাথ কুইলা। ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন তার ভাই, জ্যাঠা, জেঠিমা ও মামি।

পরিবারেরই এক বৌদির সঙ্গে সম্পর্কের জেরেই ওই খুন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। অভিযোগ, বৌদি ঝর্ণা কুইলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল দেওর জগন্নাথ কুইলার। সম্প্রতি ঘটনাটি জানাজানি হয়। এই নিয়ে কিছুদিন ধরেই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। তারই জেরে রবিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে বাড়ির চারজনকেই কুপিয়ে খুন করে জগন্নাথ কুইলা। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ঝর্ণা কুইলাকে গ্রেফতার করেছে পুলিস।

First Published: Sunday, February 23, 2014, 11:42


comments powered by Disqus