Last Updated: June 27, 2013 19:00

ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের ভূগর্ভস্থ করিডর নির্মাণে আর কোনও বাধা রইল না। বৌবাজার স্ট্রিট এবং সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য জমি অধিগ্রহণ বৈধ। আজ এই মর্মে রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
আগের সরকারের আমলে অধিগ্রহণ করা হয় ওই জমি। তবে সরকারের জমি অধিগ্রহণ অবৈধ, এই দাবিতে হাইকোর্টে মামলা করে সেন্ট্রাল ক্যালকাটা সিটিজেনস ফোরাম নামে একটি সংস্থা। মামলায় জমি অধিগ্রহণ অবৈধ বলে রায় দেন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। এরপর বিচারপতি ভট্টাচার্যের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য সরকার। এবং ওই জমির কারণে যাতে প্রকল্প আটকে না যায়, সেবিষয়ে আর্জি জানায়। সেই আর্জির প্রেক্ষিতে আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্য সরকারের ওই জমি অধিগ্রহণ সম্পূর্ণ বৈধ এবং জমি বাবদ প্রদেয় ক্ষতিপূরণও নির্দিষ্ট সময়েই দেওয়া হয়েছে। আদালতের এই রায়ের জেরে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের ক্ষেত্রে বড় একটা বাধা কেটে গেল।
First Published: Thursday, June 27, 2013, 19:00