দলীপে ফাইনালের পথে দিন্দারা

দলীপে ফাইনালের পথে দিন্দারা

দলীপে ফাইনালের পথে দিন্দারা দলীপ ট্রফিতে ফাইনালে ওঠার পথে পূর্বাঞ্চল। প্রথম ইনিংসে পূর্বাঞ্চল এগিয়ে রাখল বাংলার দুই বোলার অশোক দিন্দা ও ইরেশ সাক্সেনা। শক্তিশালী দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে দিন্দারা এগিয়ে থাকে ২৩ রানে। প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের ২৬৭ রান, দক্ষিণাঞ্চল ২৪৪ রান। দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চল বেশ ভালই শুরু করেছে।
আগামিকাল, বুধবার ম্যাচের শেষ দিনে বড় কোনও অঘটন না ঘটলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার ভিত্তিতে ফাইনালে উঠে যাবে পূর্বাঞ্চল।
গতকাল ম্যাচের দ্বিতীয় দিনে দক্ষিণাঞ্চলের স্কোর ছিল ৫ উইকেটে ১৩৪ রান। সেখান থেকে আজ দিন্দাদের কাছে কাঁটা হয়ে দাঁড়ান। বিনয় কুমার (৬৬)। তবে শেষমেশ ইরেশের জাদুতে হাসি ফোটে পূর্বাঞ্চলের। ইরেশ ৩৭ রানে তিন উইকেট নেন। দিন্দা ৮৫ রানে নেন দুই উইকেট।

First Published: Tuesday, October 16, 2012, 15:34


comments powered by Disqus