Last Updated: December 13, 2012 21:49

বত্রিশ ম্যাচ পর থামল ইস্টবেঙ্গলের অপরাজেয় অশ্বমেধের ঘোড়া। ঘরোয়া লিগে নিজেদের ঘরের মাঠে এরিয়ানের কাছে দুই-একগোলে হারল লালহলুদ।এই নিয়ে টানা তিন মরসুম এরিয়ানকে হারাতেই পারলনা মরগ্যানের ইস্টবেঙ্গল।
এদিন ম্যাচের ১১ মিনিটে গোপাল দেবনাথের দুরন্ত ফ্রিকিক থেকে করা গোলে এগিয়ে যায় এরিয়ান। প্রথমার্ধে কোনও গোল শোধ করতে পারেননি রবিন-লেনরা। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে রাজু গায়কোয়াড়ের গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। তখন ইস্টবেঙ্গল সমর্থকরা আশায় ছিলেন,এবার আর এরিয়ানের বিরুদ্ধে লজ্জিত হতে হবে না হবেনা মরগ্যানের দলকে। কিন্তু মাত্র ১০ মিনিট পরই এরিয়ানের হয়ে জয়সূচক গোলটি করেন পঙ্কজ।
First Published: Thursday, December 13, 2012, 21:49