Last Updated: October 30, 2012 11:50

এবারের আই লিগে ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয় পেল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের দৌড় চলছেই। দু`সপ্তাহের বিশ্রামেও এতটুকু মরচে পড়েনি ট্রেভর মরগ্যানের দলের। ঘরের মাঠে এবারের আই লিগে প্রথম ম্যাচ পুণে এফ সি-কে ১-০ গোলে হারালেন ট্রেভর মরগ্যানের ছেলেরা। লাল-হলুদ জার্সি গায়ে দেশের সেরা টুর্নামেন্টে খাতা খুললেন নাইজেরীয় গোলমেশিন চিড্ডি। প্রথমার্ধের মাঝামাঝি চিড্ডির দুরন্ত গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
দুটো দলেই সার্বিক ভারসাম্য খুব ভাল ছিল। তাই হাড্ডাহাড্ডি লড়াই হল দু`দলের মধ্যে। গোল করা ছাড়াও দুরপাল্লার শটে বেশ কয়েকবার পুণে গোলকিপারকে পরীক্ষার মুখে ফেলেদিয়েছিলেন চিড্ডি। তবে সুযোগ পেয়েছিল পুণেও। দ্বিতীয়ার্ধে উজ্জ্বীবিত ফুটবল খেলেন ডেরেক পেরেরার ছেলেরা। চোট পেয়ে মাঠ ছাড়ার আগে বেশ কয়েকটি নিশ্চিত সেভ করেন ইস্টবেঙ্গল গোলকিপার অভিজিত মন্ডল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে আই লিগের শুরুটা বেশ ভাল করল মরগ্যানের ইস্টবেঙ্গল। আই লিগে পরের ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ ৫বারের আই লিগ চ্যাম্পিয়ন ডেম্পো।
First Published: Tuesday, October 30, 2012, 11:58