Last Updated: April 18, 2012 22:37

গোয়ায় ডেম্পো ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল। বুধবার সকালে স্থানীয় মাঠে ঘা ঘামান টোলগে, পেনরা। কার্ড সমস্যায় ডেম্পো ম্যাচে খেলতে পারবেন না নির্ভরযোগ্য ডিফেন্ডার ওপারা। ওপারার জায়গায় সম্ভবত খেলবেন রাজু গায়কোয়াড় বা নির্মল ছেত্রী।
তবে বৃহস্পতিবার অনুশীলনের পরই সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রেভর মরগ্যান।আই লিগ জয়ের আশা জিইয়ে রাখতে হলে শুক্রবার ডেম্পোকে হারাতেই হবে ইস্টবেঙ্গলকে। তাই রন্টিদের বিরুদ্ধে অল আউট খেলতে চাইছেন টোলগেরা। ডেম্পোর প্রধান সম্পদ মাঝমাঠ। তাই মাঝমাঠের লড়াইয়ে আর্মান্দো কোলাসোর দলকে টেক্কা দিতে চাইছে মরগ্যান।
First Published: Wednesday, April 18, 2012, 22:37