Last Updated: April 26, 2014 16:19
হাবড়া, হাওড়া, মালদার পর ফের হামলার শিকার হলেন নির্বাচন কমিশনের কর্মীরা। এ বার মেদিনীপুরে। শনিবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী প্রবোধ পাণ্ডা প্রচারে বেরিয়েছিলেন। সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের কর্মীরাও। তাঁরা প্রচার-মিছিলের ছবি তুলছিলেন। প্রচারের পর প্রবোধবাবুর গাড়ি এলাকা থেকে বেরিয়ে গেলেও নির্বাচন কমিশনের কর্মীদের গাড়ি ঘিরে ধরে একদল স্থানীয় যুবক। তাঁরা তৃণমূল কংগ্রেসের অনুগামী বলেই অভিযোগ। ওই যুবকরা কমিশনের কর্মীদের গাড়ি থেকে টেনে নামিয়ে রীতিমতো মারধর করে এবং তাঁদের গাড়িও ভাঙচুর করে বলে অভিযোগ।
হামলায় আহত হয়েছেন অনেকে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর কলার বোনে আঘাত লেগেছে। হামলা থেকে বাঁচতে কমিশনের কর্মীরা পালিয়ে যান।পরে পুলিস গিয়ে গাড়ি-সহ তাঁদের উদ্ধার করে। ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
First Published: Saturday, April 26, 2014, 16:19