Last Updated: May 11, 2013 09:11

পঞ্চায়েত ভোট নিয়ে আদালতের রায় খুশি রাজ্য নির্বাচন কমিশনার। আদালত কমিশনের মূল দাবি মেনে নেওয়ায় স্বস্তির হাওয়া কমিশনের দফতরে। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে শুক্রবার বিকেলেই বৈঠকে বসে কমিশন। আইনজীবীর সঙ্গে বৈঠকের পরই ঠিক হবে পরবর্তী পদক্ষেফ, জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। বিকেল চারটে নাগাদ পঞ্চায়েত মামলা নিয়ে আদালতের রায়ের খবর পৌঁছে যায় কমিশনের দফতরে। ততক্ষণে কমিশনের দফতরে পৌঁছতে শুরু করেছে শুভে্চ্ছা বার্তা। দমবন্ধ করা পরিবেশ কিছুটা হাল্কা হতে শুরু করেছে। আদালতের রায়ে কমিশন যে স্বস্তিতে, জানান নির্বাচন কমিশনার। আদালত কমিশনের মূল দাবি মেনে নেওয়ায় খুশি কমিশন।
রাজ্য সরকার জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে তারা ডিভিশন বেঞ্চে যাবে। সে বিষটি নিয়েও বিকেলে আলোচনায় বসে কমিশন। আলোচনায় উঠে আসে পাঁচটি বিষয়। সেগুলি হল কদফায় ভোট, কেন্দ্রীয় বাহিনী, পর্য়বেক্ষক নিয়োগ, নির্বাচনের তহবিল এবং নির্বাচনের দিন। কমিশনের আইনজীবীর সঙ্গে কথা বলেই স্থির হবে পরবর্তী পদক্ষেপ, জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। আপাতত পঞ্চায়েত ভোট নিয়ে তাদের কাজ চালিয়ে যাবে কমিশন। নির্দিষ্ট সময়েই ভোট হবে, আশা রাজ্য নির্বাচন কমিশনারের।
First Published: Saturday, May 11, 2013, 09:13