Last Updated: April 18, 2014 14:09

উত্তরপ্রদেশে ভোট প্রচারে আর কোনও বাধা রইল না বিজেপি নেতা অমিত শাহর। নির্বাচন কমিশন তাঁর প্রচারের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল, গতকালই তা তুলে নেওয়া হয়েছে।
মুজফফরনগরে গিয়ে প্রচারে উস্কানিমূলক মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় কমিশন। আর কখনও তিনি ওই ধরনের মন্তব্য করবেন না, একথা লিখিতভাবে কমিশনকে জানিয়েছেন মোদী ঘনিষ্ঠ এই বিজেপি নেতা। এরপরই তাঁকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। কিন্তু সমাজবাদী পার্টি নেতা আজম খানের ওপর এখনও নিষেধাজ্ঞা বহাল হয়েছে। উস্কানিমূলক মন্তব্যের দায়ে তাঁকেও কমিশনের শাস্তির কোপে পড়তে হয়েছে।
First Published: Friday, April 18, 2014, 14:09