Last Updated: February 27, 2013 15:11

আজ সংসদে চলতি আর্থিক বছরের অর্থনৈতিক সমীক্ষা পেশ করলেন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। মন্দা কাটিয়ে অর্থনীতি ঊর্ধ্বমুখী হওয়ায় আগামী আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির হার ৬.১ শতাংশ থেকে ৬.৭ শতাংশ হবে বলে জানান হচ্ছে।
সমীক্ষায় জানানো হয়েছে, বিশ্ব বাজারে ২০০৮-এর মন্দার সময়েও ভারতের অর্থনীতি যথেষ্ট ঊর্ধ্বমুখী ছিল। তবে দেশীয় ও বিদেশের বাজারের প্রভাবে চলতি আর্থিক বছরে অনেকটাই স্লথ হয় বৃদ্ধির হার। ২০১১-১২তে জিডিপির হার ছিল ৮.২ শতাংশ। চলতি আর্থিক বছরে যা কমে দাঁড়িয়েছে ৬.২ শতাংশ। কৃষি ও শিল্পে বৃদ্ধির হার কম হওয়াই জিডিপি সূচক নিচে নামার কারণ বলে চিহ্নিত করা হয়েছে। তবে কর্মক্ষেত্রে বৃদ্ধির হার ভাল থাকায় কৃষি শিল্পের মন্দা কাটিয়ে স্বাভাবিক হতে পারে বৃদ্ধির সূচক।
এক নজরে অর্থনৈতিক সমীক্ষাবৃদ্ধি, মুদ্রাস্ফীতিমার্চে ৬.২-৬.৬ শতাংশ কমতে পারে পাইকারি মূল্য সূচক (ডাব্লিউপিআই)
মুদ্রাস্ফীতি কমলে আরও বেশি রেট কমানোর সুযোগ ঘটতে পারে
পেঁয়াজের দাম বৃদ্ধিতে চাপ পড়েছে মুদ্রাস্ফীতির উপর
একই ভাবে, ডিজেলের দাম বাড়ায় মুদ্রাস্ফীতির হার বেড়েছে
এপ্রিল থেকে ডিসেম্বরে পাইকারি মূল্য সূচকে মুদ্রাস্ফীতি ছিল ৭.৫৫ শতাংশ
রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপে লাগাম পড়েছে মুদ্রাস্ফীতির উপর
আবার শিল্পে বিনিয়োগ আসতে শুরু করেছে
বিনিয়োগ কন হওয়ায় শ্লথ হয়েছে শিল্প
কৃষি ও শিল্প ক্ষেত্রের তুলনায় স্থিতিশীল ছিল কর্মক্ষেত্রে বৃদ্ধির হার
সঙ্কট না কাটলেও ভবিষ্যৎ স্থিতিশীল
উন্নত দেশগুলিতে অর্থনীতি এখনও স্থিতিশীল হয়নি
আর্থিক নীতিরিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতির কারণে নিয়ন্ত্রণে এসেছে মুদ্রাস্ফীতি
রিজার্ভ ব্যাঙ্কের নীতি পরিবর্তন কাঙ্খিত
বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে সুদের হার হ্রাস
উপভোক্তা মূল্য সূচক এবং অর্থনৈতিক মন্দা সংক্রান্ত সম্যক ধারণা থাকা উচিত রিজার্ভ ব্যাঙ্কের
মুদ্রাস্ফীতির ধরন বুঝে আর্থিক নীতি প্রণয়ন
খাদ্য মূল্যের উপর আর্থিক নীতির প্রভাব সামান্যই
স্বল্প সুদে ঋণ সুদ সুলভ করা প্রয়োজন
রাজকোষের হাল হকিকৎঅর্থবর্ষ ২০১৩-তে ২০১২-র তুলনায় ব্যাপক উন্নতি হবে
বর্তমান আর্থিক নীতিতে স্থির থাকতে হবে
গত অর্থবর্ষে বাজেটের লক্ষ্য মাত্রার তুলনায় কর আদায় কম হয়েছে
সংস্কারমুখী আর্থিক নীতির উপরেই ভরসা রাখতে হবে, এর ফলে বৃদ্ধির সূচক বাড়বে, মুদ্রাস্ফীতি কমবে
জ্বালানিতে ভর্তুকি রাজকোষের পক্ষে বিপজ্জনক, এ দিকে নজর দেওয়া প্রয়োজন
বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়ানো প্রয়োজন
সঙ্গতি রেখে খাদ্যে ভর্তুকিতে প্রাধান্য দিতে হবে
খাদ্য সুরক্ষা বিলের কারণে ভর্তুকিতে খরচ বাড়তে পারে, এটা উদ্বেগের
ভর্তুকিতে খরচ কমানো অত্যাবশ্যক
সংস্কারঅর্থনৈতিক মন্দা সংস্কারের দিকে হাঁটার সঙ্কেত
সরকারের বর্তমান নীতি বিনিয়োগকারীদের সাহায্য করবে
খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ প্রযুক্তিতে বিনিয়োগের পথ প্রশস্ত করবে
অন্যান্য খাতেকারেন্ট অ্যাকাউন্ট গ্যাপ উদ্বেগের বিষয়
সোনার রপ্তানিতেও রাশ টানতে চায় কেন্দ্র
First Published: Wednesday, February 27, 2013, 23:17