Last Updated: May 23, 2014 21:20

বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থা রোজ ভ্যালির বিরুদ্ধে অভিযান জারি রাখল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সল্টলেকের সেক্টর ফাইভে রোজ ভ্যালির দফতরে হানা দেন ইডির অফিসারেরা। দীর্ঘক্ষণ তল্লাসি চলে ওই অফিসে। বাজেয়াপ্ত করা হয় নগদ বত্রিশ লক্ষ টাকা।
তল্লাশির সময় হাজির ছিলেন দুজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। রোজ ভ্যালি সংস্থার কম্পিউটারগুলি থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য উদ্ধার করেন তাঁরা। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। একইসঙ্গে রোজ ভ্যালি সংস্থার বেহালা অফিসেও চলে তল্লাসি। সেখান থেকেও বাজেয়াপ্ত করা হয় গুরুত্বপূর্ণ নথি। এবিষয়ে সংস্থার একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারকেরা।
First Published: Friday, May 23, 2014, 21:20