Last Updated: May 30, 2014 21:07

শেষ পর্যন্ত জেলে গিয়ে সারদাকর্তা সুদীপ্ত সেনের ছেলে শুভজিত্-কে জেরা করতে পারলেন ইডির তদন্তকারীরা। আজ দুপুরে ইডির তদন্তকারীরা প্রেসিডেন্সি সংশোধনাগারে যান। সেখানে প্রায় তিন ঘণ্টা জেরা করা হয় শুভজিত্ সেনকে। এর আগে ইডির অভিযোগ ছিল, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও শুভজিত্-কে জেরার অনুমতি দিচ্ছে না কারা দফতর। বৃহস্পতিবার সকালেই ইডিকে জেরা করার অনুমতি সংক্রান্ত চিঠি দেয় কারা দফতর।
কিন্তু বৃহস্পতিবার আদালতে শুনানি থাকায় শুভজিত্-কে জেরা করা যায়নি। সারদা গোষ্ঠীর ডায়মন্ড হারবার রোডের অফিসে তল্লাসি চালিয়ে বেশ কিছু শেয়ারের নথিপত্র বাজেয়াপ্ত করেন ইডির তদন্তকারীরা। মূলত ওই নথিপত্রের বিষয়েই এদিন শুভজিত্-কে জেরা করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। এদিন দুপুরে সুদীপ্ত সেনের স্ত্রী পিয়ালি সেনকেও জিজ্ঞাসাবাদ করা হয় ইডির দফতরে। এখন জামিনে মুক্ত রয়েছেন পিয়ালি সেন।
First Published: Friday, May 30, 2014, 21:07