Last Updated: January 27, 2014 23:57

সারদা প্রতারণার তদন্তে সাহায্য করছে না রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের মামলায় শুনানি চলাকালীন, সোমবার এমনই অভিযোগ করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী সোমনাথ বসু। সারদা প্রতারণার মূল কুশীলবদের আড়ালে রেখেই তদন্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
সিটকে দিয়ে যেভাবে তদন্ত চলছে, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সংস্থার আইনজীবী সোমনাথ বসুর অভিযোগ, এর ফলে পুরো তদন্ত প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। সারদার আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য, সংস্থার একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলামের সিদ্ধান্ত নিয়েছে শ্যামল সেন কমিশন। ইডির অভিযোগ, কমিশনের এই কাজ পুরোপুরি এক্তিয়ার বহির্ভূত।
First Published: Monday, January 27, 2014, 23:57