ইডেনে কর ঘিরে বিতর্ক, Eden controversy

ইডেনে কর ঘিরে বিতর্ক

Tag:  Eden Gardens CAB
ইডেনে কর ঘিরে বিতর্কইডেন ম্যাচ মানেই বিতর্ক। বিতর্ক এবার কর দেওয়া নিয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে সরকারের বিভিন্ন দপ্তর কর আদায় নিয়ে সিএবি-কে চাপ দিচ্ছে। এই ব্যাপারে চিঠি না পেলেও সরকারের বিভিন্ন দপ্তরের অসহযোগিতা কানে এসেছে সিএবি কর্তাদের। সিএবি-র যুগ্মসচিব বিশ্বরূপ দে দাবি করেন রাজ্য সরকারকে কর বাবদ অর্থ দেওয়ার পরও কেন এই বিতর্ক উঠছে,তা তাদের বোধগম্য হচ্ছে না।

First Published: Tuesday, October 25, 2011, 10:04


comments powered by Disqus