Last Updated: April 1, 2012 17:59

ইডেনের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের আশঙ্কা ইডেনে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে জঙ্গি হামলা হতে পারে। দফতরের রিপোর্টের ভিত্তিতে আসন্ন একটি টুর্নামেন্টে ইডেনের নিরাপত্তার দায়িত্ব নিল এনএসজি।
এই প্রথম ইডেনের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে জঙ্গি হামলা হতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের রিপোর্টের ভিত্তিতে আসন্ন একটি টুর্নামেন্ট ইডেনের দায়িত্ব নিল এনএসজি। শুক্রবার ইডেন পরিদর্শন করেন এনএসজি-র ব্রিগেডিয়ার শর্মা। সিএবি সভাপতির সঙ্গেও তারা এব্যাপারে কথা বলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে নিরাপত্তার ব্যাপারে বিসিসিআই-এর সঙ্গে আলোচনায় বসবে এনএসজি কর্তৃপক্ষ।
First Published: Sunday, April 1, 2012, 17:59