Last Updated: October 26, 2013 21:44

ইডেনে সচিন তেন্ডুলকরের একশো নিরানব্বইতম টেস্ট ম্যাচের পিচ তৈরি করে ফেলল সিএবি। উত্তরবঙ্গ থেকে আনা লাল মাটি দিয়ে এই পিচ তৈরি করেছেন কিউরেটর প্রবীর মুখার্জি। এই টেস্টকে সচিনের জন্য স্মরণীয় করে রাখতে কেবারে ব্যাটিং সহায়ক উইকেট তৈরি করেছে সিএবি। পিচ তৈরি করে তৃপ্ত প্রবীর মুখার্জি।
এদিকে নিজের কেরিয়ারের শেষ দুটি টেস্টে মনোসংযোগে যাতে কোনওরকম ব্যাঘাত না ঘটে তার জন্য বাইরের কোনও অনুষ্ঠানে অংশ নিতে চাইছেন না সচিন। আর এর ফলে সিএবি-র পরিকল্পিত সচিনের ডিনার পার্টি অনিশ্চিত হয়ে পড়েছে।
First Published: Saturday, October 26, 2013, 21:44