সরকার বিরোধী বক্তব্যের জন্য শো-কজ দুই অধ্যাপককে

সরকার বিরোধী বক্তব্যের জন্য শো-কজ দুই অধ্যাপককে

সরকার বিরোধী বক্তব্যের জন্য শো-কজ দুই অধ্যাপককে বিভিন্ন সংবাদমাধ্যমে সরকার বিরোধী বক্তব্য রাখায় এবার কোপের মুখে সরকারি কলেজের দুই অধ্যাপক। তাদের কাছে চিঠি দিয়ে কৈফিয়ত তলব করেছে উচ্চ শিক্ষা দফতর। কারণ হিসেবে বলা হয়েছে বিভিন্ন আলোচনা সভায় সরকার বিরোধী মত প্রকাশ করেছেন তাঁরা।

সরকারি কলেজের অধ্যাপকদের সরকার বিরোধী রাজনৈতিক বক্তব্য প্রকাশ্যে রাখার অধিকার আছে কি? সম্প্রতি সরকারি কলেজের এক প্রাক্তন অধ্যাপক উচ্চশিক্ষা দফতরে চিঠি দিয়ে এমনটাই জানতে চেয়েছেন। আর এই চিঠির ভিত্তিতেই এবার দুই সরকারি কলেজের অধ্যাপকের কাছে কৈফিয়ত তলব করল রাজ্য উচ্চশিক্ষা দফতর। চিঠিতে প্রাক্তন অধ্যাপক জানতে চেয়েছেন যে,
 
কয়েকজন সরকারি কলেজের অধ্যাপক বিভিন্ন সংবাদমাধ্যমে রাজনৈতিক এবং সরকার বিরোধী মন্তব্য করছেন। এটা কি করা যায়? শুধু তাই নয়, এর ফলে কি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিঘ্নিত হচ্ছে? এইসব অধ্যাপকরা কি শিক্ষা প্রতিষ্ঠানে তাঁদের দায়িত্ব পালন করছেন? সংবাদমাধ্যম থেকে অধ্যাপকরা কোনও মুনাফা করছেন কি? 
 
সেই চিঠিরই ভিত্তিতে দুই অধ্যাপকের কাছে চিঠি পাঠিয়েছেন উচ্চশিক্ষা অধিকর্তা। চিঠিতে দুই অধ্যাপকের কাছে অভিযোগগুলির উত্তর ১৫ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। 
 
ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন সার্ভিস রুল অনুযায়ী সরকারি কলেজের কোনও অধ্যাপক বা কর্মী প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য পেশ করতে পারবেন না। কিন্তু দেশের সংবিধান আবার ভারতের যে কোনও নাগরিককে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। শুধু তাই নয়, এরা আগেও বহু সরকারি কলেজের অধ্যাপক আগের সরকারের আমলে সরকার বিরোধী মতামত প্রকাশ্যে পেশ করেছেন। তাঁদের ক্ষেত্রে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে হঠাত্‍ কেন এই কৈফিয়ত্‍ তলব সেবিষয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।
 

First Published: Friday, June 8, 2012, 15:40


comments powered by Disqus