Last Updated: December 15, 2011 23:23

কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে পূর্বতন সরকারের পথই অনুসরণ করতে চলেছে শিক্ষা দফতর। প্রতিটি কলেজে একই নির্বাচন বিধি কার্যকর করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি কলেজের কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা তা পর্যবেক্ষণ করতে বিশেষ কমিটি তৈরির কথাও জানিয়েছেব ব্রাত্য বসু।
First Published: Thursday, December 15, 2011, 23:23