Last Updated: November 12, 2011 16:47

ইডেনের মালি থেকে কর্তা, সবার একটাই আর্জি। ইতিহাসের নন্দনকাননে যেন হয় সচিনের অনন্য ঐতিহাসিক কীর্তি। স্বাভাবিকভাবেই ব্যাতিক্রম ওয়েস্ট ইন্ডিজ। তাঁদের বিরুদ্ধে সচিনকে এই কীর্তি গড়তে দিতে নারাজ ক্যারিবিয়ান ক্রিকেটে এইমূহুর্তে সেরা পেসার ফিডেল এডওয়ার্ডস। কোটলাতে সচিনকে সেঞ্চুরির সেঞ্চুরি থেকে বঞ্চিত করেছিলেন এই এডওয়ার্ডসই। আর ইডেনে নিজর পঞ্চাশতম টেস্ট খেলতে নামার আগে তাঁর হুঙ্কার,ই ডেনেও সাফল্য পেতে দেবেননা সচিনকে। সচিনকে আটকানোর জন্য সবরকম রণকৌশল তৈরী করে রাখলেও, এডওয়ার্সের মতে, সচিন নয় রাহুলই তাঁদের কাছে সবচেয়ে বিপজ্জনক।
First Published: Saturday, November 12, 2011, 16:47