Last Updated: October 27, 2012 13:54

দুর্গোত্সবের রেশ কাটতে না কাটতেই ইদ। কুরবানির ইদ। পবিত্র ইদ। সকাল সকাল নতুন জামা পরে রেড রোডে হাজির প্রায় আট হাজার মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ। শিশু, কিশোর থেকে প্রৌঢ়-বাদ ছিলেন না কেউই। শাহী ইমাম মৌলানা কাজী ফজলুর রহমান, তৃণমূল সাংসদ মুকুল রায়, মন্ত্রী জাভেদ খানের উপস্থিতিতে শুরু হয় নমাজ পাঠ। নমাজ শেষে আলিঙ্গন আর শুভেচ্ছা বিনিময়। রেড রোড ছাড়াও শনিবার কলকাতার বিভিন্ন জায়গায় নমাজ পাঠে অংশ নেন মুসলিম ধর্মাবলম্বীরা।
দেশজুড়ে পালিত হচ্ছে ইদ-উল-আজহা। দিল্লি থেকে পাটনা নামাজ পাঠ হয়েছে সর্বত্র। সকালে দিল্লির জামা মসজিদে ইদের নমাজে অংশ নেন অগণিত মানুষ। রাজধানীর ফতেপুরী মসজিদেও নমাজ পাঠের আয়োজন করা হয়। লখনউ, মুম্বইয়ের কাজি মসজিদ, পটনার গান্ধী ময়দানেও নমাজ পাঠ করেন বহু মানুষ। জম্মু-কাশ্মীরেও পালিত হচ্ছে কুরবানির ইদ। শ্রীনগরের ইদগায় সকালে নমাজ পাঠের আয়োজন করা হয়। উৎসবের ছোঁয়া লেগেছে বি টাউন থেকে ময়দানে। টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন কিং খান। মইনুদ্দিন চিস্তিতে ইদের নামজে অংশগ্রহণ করেছেন এ আর রহমান। ময়দানে রহিম নবিরাও আজ ব্যস্ত ইদ পালনে। প্রশাসনের তরফে শান্তি শৃঙখলা বজায় রাখতে রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা।
রাজ্য জুড়েও পালিত হচ্ছে ত্যাগের উত্সব ইদ উল আজহা। শনিবার সকালে ইদের নামাজে যোগ দেন অগণিত মানুষ। ইদ উপলক্ষে মসজিদগুলির পাশাপাশি বিভিন্ন স্থানে কেন্দ্রীয় নামাজের আয়োজন করা হয়। মালদার সুজাপুরে নয়ামোজার ইদগাহে এদিন সকালে নামাজে অংশ নেন লক্ষাধিক মানুষ। ইদ উপলক্ষে সকাল ৯টা নাগাদ মুর্শিদাবাদ জেলার সমস্ত মসজিদে নামজের আয়োজন করা হয়। বর্ধমানের টাউন হলে ইদের বিশেষ নামাজে যোগ দেন বহু মানুষ। বাঁকুড়া শহরের তামলিবাঁধ ময়দানে কেন্দ্রীয় নামাজের আয়োজন করা হয়। উত্তর দিনাজপুরের চকুলিয়ায় ইদের নমাজে অংশ নেন দশ হাজারেরও বেশি মানুষ। ইদ উপলক্ষে খুশির হাওয়া ব্যারাকপুর শিল্পাঞ্চলেও। ইদের উত্সবে যোগ দিয়েছেন হাওড়া, হুগলী, মেদিনীপুরের ইসলাম ধর্মালম্বী মানুষ।
ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাসের দশম দিনে এই কুরবানির ইদ হয়। ইব্রাহিম তাঁর একমাত্র পুত্র ইসমাহেলকে আল্লহ্র উদ্দেশ্যে দান করেন। আল্লাহ্ ইব্রাহিমের তাঁর প্রতি শ্রদ্ধা দেখে ইসমাহেলকে ফিরিয়ে দেন এবং ইব্রাহিম কে বলেন তাঁর উদ্দেশ্যে ছাগল দান করতে। ওল্ড টেস্টামেন্ট অনুযায়ি এর পর থেকেই মুস্লিম সম্প্রদায়ের মধ্যে কুরবানির ইদের প্রচলন হয়।
First Published: Saturday, October 27, 2012, 14:17