Last Updated: August 17, 2012 20:24

অনেক প্রত্যাশার পর, অবশেষে স্বাধীনতা দিবসে মুক্তি পেল "এক থা টাইগার"। কবীর খান পরিচালিত এই ছবিটি ভারতে মুক্তি পাওয়ার পরেই ব্যাপক সাড়া ফেলেছে। প্রথমদিনই ছবির বক্স অফিস কালেকশন ২৮.৩৯ কোটি টাকা। টেক্কা দিয়েছে "রা ওয়ান", "অগ্নিপথ"-এর মতো বাণিজ্যিক ভাবে সফল ছবিগুলিকেও। এক ভারতীয় বিশ্লেষকের মতে, মুক্তির মাত্র ৪ থেকে ৫ দিনের মধ্যেই ছবিটি ১০০ কোটির ব্যবসা করলে সেটা বলিউড বক্স অফিসে একটা ঐতিহাসিক রেকর্ড হবে।
তবে ভারতে দাপিয়ে ব্যবসা করলেও সলমন খানের `ব্লকবাস্টার` "এক থা টাইগার" পাকিস্তান প্রেক্ষাগৃহে লক্ষ্মীলাভ করতে পারেনি। সূত্রের খবর, ছবিটির `থিম` পাকিস্তান বিরোধী হওয়ায় সেখানে আগেই সিনেমাটিকে ব্যান করা হয়। কিন্তু সম্প্রতি, পাক সেন্সার বোর্ড ছবিটি পাকিস্তানে মুক্তির ব্যাপারে ছাড়পত্র দিয়েছিল। দুর্ভাগ্যবশত টিম `ইটিটি` পাকিস্তানের বোর্ড সদস্যদের শেষ পর্যন্ত রাজি করাতে ব্যর্থ হয়। ফলে সলমন এবং "এক থা টাইগার"-এর পুরো ইউনিট খুবই হতাশ হয়ে পড়েন।
মনে করা হচ্ছে, ছবিটি পাকিস্তানে মুক্তি না পাওয়ায় তা সিনেমাটির `গ্রস কালেকশনে` যথেষ্টই প্রভাব ফেলবে।
First Published: Friday, August 17, 2012, 20:24