Last Updated: April 15, 2014 21:31
মা পুষ্পা সিং ও দুই মেয়ের নৃশংস খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে একবালপুর। আজ মূল অভিযুক্ত সিকান্দারের সেলুনে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ভাঙচুরের চেষ্টা হয় অপর অভিযুক্ত আমিনের ফ্ল্যাটেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী।
ফ্ল্যাট বিক্রির কোনও কথাই ছিল না পুষ্পা সিংয়ের। বরং, জোর করে ফ্ল্যাটের দখল নিতে চাইছিল সিকান্দর। সেই লক্ষ্যেই পরিকল্পনামাফিক অপ্রচার চালানো হচ্ছিল মেয়ের নামে। এমনই দাবি পুষ্পা সিংয়ের বাবা পরেশনাথ সিংয়ের।
তিনটি মৃতদেহ উদ্ধারের দুদিন পরও ক্ষোভে ফুঁসছে একবালপুর। ক্রমেই জোরালো হচ্ছে মূল অভিযুক্ত সিকান্দর ও তার সঙ্গীদের ফাঁসির দাবি। ঘটনার পর থেকেই ঘরছাড়া সিকান্দরের স্ত্রী ওছেলেমেয়েরা। সোমবার সুধীর বসু রোডে সিকান্দরের সেলুনে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। হামলার চেষ্টা হয় তার ফ্ল্যাটেও। এলাকাবাসীর অভিযোগ, খুনের চক্রান্তে যুক্ত সিকান্দরের পরিবারও। হামলার চেষ্টা হয় অপর অভিযুক্ত মহঃ আমিনের বাড়িতেও। এলাকাবাসীর সঙ্গে সিকান্দরদের ফাঁসির দাবিতে সোচ্চার অন্য অভিযুক্তদের পরিবারও।
First Published: Tuesday, April 15, 2014, 21:31