Last Updated: March 11, 2014 11:22

দুই কেন্দ্র। এক চিত্র। একদল জোরকদমে শুরু করে দিয়েছে প্রচার। অন্যদল, এখনও ময়দানেই নামেনি। তবে তাদের তারকা প্রার্থীর হয়ে প্রচারে নেমে পড়েছেন দলের নেতাকর্মীরা। বাঁকুড়া আর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। দুই কেন্দ্রেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন বাম প্রার্থীরা। বিভিন্ন এলাকা কার্যত চষে বেড়াচ্ছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী বাসুদেব আচারিয়া।
একইভাবে প্রচারে ব্যস্ত রয়েছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী সুস্মিতা বাউরি। সোনামুখী, ওন্দা সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন তিনি।
একেবারে উল্টো ছবি শাসক শিবিরে। তৃণমূলের দুই প্রার্থীর কেউই ময়দানে নামেননি। নাম ঘোষণার পর এখনও বাঁকুড়া যাননি মুনমুন সেন। তবে তাঁর হয়ে শুরু হয়ে গেছে দেওয়াল লিখন, মিছিল।
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌমিত্র সাধুখাঁ জানিয়েছেন, মঙ্গলবার থেকে প্রচার শুরু করবেন তিনি।
First Published: Tuesday, March 11, 2014, 11:22