Last Updated: March 27, 2014 22:30
ময়নাগুড়িতে বামফ্রন্টের কর্মিসভা। বিধিভঙ্গের অভিযোগে খুলে নেওয়া হল সাউন্ড বক্স। চন্দ্রকোনা টাউনে কিন্তু উলটপুরাণ। খোলা মাঠে বক্স বাজিয়ে রমরমিয়ে চলল তৃণমূলের কর্মিসভা। এক প্রশাসন। দুই নিয়ম।
বৃহস্পতিবার, ময়নাগুড়ির ধওলাগুড়ি হাটে ছিল বিমান বসুর কর্মিসভা। জলপাইগুড়ি সদর মহকুমা আধিকারিকের নির্দেশে খুলে দেওয়া হয় সভার সাউন্ড বক্স। বাধ্য হয়ে হ্যান্ড মাইকেই কর্মিসভা সারলেন বাম নেতারা।
উচ্চ-মাধ্যমিক পরীক্ষা চলছে। তাই, বামেদের সভায় বক্স বাজাতে দেওয়া হয়নি। বললেন, মহকুমা আধিকারিক সীমা হালদার। কিন্তু, মঙ্গলবার উত্তরবঙ্গের সাহুডাঙি-নাগরাকাটায় তো বক্স বাজিয়েই সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী। মুখ্যমন্ত্রী, কংগ্রেস সহ-সভাপতির সভাস্থল তাঁর এলাকায় পড়েনি। এই যুক্তিতে প্রশ্ন এড়িয়ে গেলেন এসডিও।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে কিন্তু স্কুলের মাঠে সাউন্ড বক্স বাজিয়েই সভা করলেন আরামবাগের তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার। ওপরে ছাউনি থাকলেওবিধিনিষেধের তোয়াক্কা না করে চারদিক খোলা মাঠেই হল কর্মিসভা। বান্দিপুর ঘনরামপুর উচ্চ-বিদ্যালয়ের পরিচালন সমিতি তৃণমূলের দখলে। তাই, টিফিনের পর ছুটি দিয়ে স্কুলেই ভিতরেই চলল খাওয়া-দাওয়া। নির্বাচন কমিশনের বিধিনিষেধের তোয়াক্কা না করে তৃণমূলের কর্মিসভার আগে হল একশো থেকে দেড়শো বাইকের মিছিলও।
First Published: Thursday, March 27, 2014, 22:30