Election campening

প্রচার এক নজরে

সপ্তাহের ছুটির দিনটা বাড়িতে বসে না থেকে সকাল সকাল নির্বাচনী প্রচার সারলেন তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শেখ ইব্রাহিম ও তাপস সিনহা। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আজ হলদিয়ার বিভিন্ন এলাকায় প্রচার চালান শেখ ইব্রাহিম। অন্যদিকে ভগবানপুর বাজার এলাকায় মিছিল করে প্রচার করেন সিপিআইএম প্রার্থী তাপস সিনহা। কথা বললেন পথ চলতি মানুষদের সঙ্গে। প্রচারে সিপিআইএম প্রার্থীদের হাতিয়ার উন্নয়ন। পিছিয়ে নেই তৃণমূলও। আজ ময়নায় কর্মিসভার মাধ্যমে প্রচার চালান শুভেন্দু অধিকারী।

গরম উপেক্ষা করেই রবিবার প্রচার সারলেন হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য। সকালে আন্দুলের বিভিন্ন এলাকায় প্রচার চালান তিনি। বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন ভোটারদের সঙ্গে। নির্বাচনে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি।



First Published: Sunday, March 30, 2014, 22:13


comments powered by Disqus