Election Commission bans Azam Khan and Amit Shah`s rallies in Uttar Pradesh

অমিত শাহ, আজম খানের জনসভায় লালবাতি লাগাল কমিশন

এবার নির্বাচন কমিশনের নজরে মোদী ঘনিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ এবং সমাজবাদী পার্টির নেতা আজম খান। নির্বাচন কমিশনের নির্দেশ, উত্তরপ্রদেশের কোনও জায়গায় জনসভা, মিছিল কিংবা রোড শো করতে পারবেন না ওই দুই নেতা।

ওই দুজনের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব পড়ে এমন কোনও কাজ যেন করতে না পারেন অমিত শাহ এবং আজম খান, সেবিষয়ে নজর রাখার জন্য উত্তর প্রদেশের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী কমিশনার ভি এস সম্পতের নেতৃত্বে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আজম খানের বিরুদ্ধে এফআইআর দায়েরে গড়িমসি করার জন্য উত্তরপ্রদেশ সরকারের ভূমিকারও সমালোচনা করেছে কমিশন। তবে আজম খানের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য কমিশনের কাছে আর্জি জানিয়েছে সমাজবাদী পার্টির নেতৃত্ব। একইভাবে অমিত শাহের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কমিশনের কাছে আর্জি জানানো হয়েছে বিজেপির তরফে। এর আগেই নির্বাচনী প্রচারে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ উঠেছে ওই দুই নেতার বিরুদ্ধে।

First Published: Saturday, April 12, 2014, 00:12


comments powered by Disqus