Last Updated: March 3, 2014 21:59

বাড়িতে রয়েছে ভোটার কার্ড , তবুও ভোট দিতে ইচ্ছে করছে না। এবার ভোটের দিন এই সব প্রাপ্তবয়স্কদের বুথমুখী করতে পড়ুয়াদের সাহায্য নিতে চলেছে কমিশন। ছাত্রছাত্রীদের হাতে দেওয়া হবে সংকল্প পত্র।
ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেবেন বাবা-মায়েরা। নির্বাচনে নির্লিপ্ত বাবা মাকে সক্রিয় করতে উদ্যোগী হল নির্বাচন কমিশন। রাজ্য শিক্ষা দফতরের সঙ্গে চুক্তি করে রাজ্যের স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের সংকল্পপত্র দিচ্ছে কমিশন। কি থাকছে এই সংকল্পপত্রে।
১ . বাবা-মা যাতে ভোট দেন তার প্রতিশ্রুতি
২. ভোটের দিন প্রাপ্তবয়স্করা প্রত্যেকেই যেন বুথে যান
কিন্তু কেন এই অভিনব উদ্যোগ? সাধারণত অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বুথে গিয়ে ভোট দেবার সংখ্যাটা খারাপ নয়। কিন্তু কমিশন চাইছে যেহেতু ভোটার কার্ড প্রায় একশোভাগ মানুষের হাতেই পৌছে গিয়েছে, তাই সকলেই ভোট দিতে আসুন। তবে ওয়াকিবহলের বক্তব্য,বাড়ির কনিষ্ঠ সদস্যকে প্রতিশ্রুতি দেওয়ার পর ভোটদানের অনীহা কাটিয়ে উঠতে পারবেন বাবা-মায়েরা।
First Published: Monday, March 3, 2014, 21:59