আজম খানের মন্তব্যের সিডি চাইল নির্বাচন কমিশন

আজম খানের মন্তব্যের সিডি চাইল নির্বাচন কমিশন

আজম খানের মন্তব্যের সিডি চাইল নির্বাচন কমিশন সমাজবাদী নেতা আজম খানের বিতর্কিত মন্তব্যের সিডি চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। গতকালই কারগিল যুদ্ধে হিন্দু ও মুসলিম জওয়ানদের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আজম খান। আজ তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করে বিজেপি।বিজেপির পর এবার পালা সমাজবাদী পার্টির। সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে বিপাকে সমাজবাদী নেতা আজম খান। গাজিয়াবাদে এক নির্বাচনী জনসভায় আজম খান মন্তব্য করেন,

ভারতকে কার্গিলের যুদ্ধ জিতিয়েছে মুসলিম জওয়ানরাই। যুদ্ধজয়ে হিন্দুদের কোনও ভূমিকা ছিল না। সেনাবাহিনীকে নিয়ে রাজনীতি করায় আজম খানের নিন্দায় সরব হয়েছে রাজনৈতিক মহল। সমাজবাদী নেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছে বিজেপি।

আজম খানের কড়া সমালোচনা করেছেন কারগিল শহিদদের পরিবারও। আজম খানের মন্তব্যে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বক্তৃতার সিডি চেয়ে পাঠানো হয়েছে।বিপাকে পড়ে, আজম খানের সাফাই তাঁর মন্তব্যের ভুল ব্যাখা হয়েছে।

First Published: Wednesday, April 9, 2014, 21:10


comments powered by Disqus