Last Updated: July 5, 2013 16:42

পঞ্চায়েত ভোটের প্রচারপর্বে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য জেলাশাসক ও পুলিস সুপারদের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টও আজ একটি মামলার প্রেক্ষিতে রাজ্য সরকারকে একই নির্দেশ দিয়েছে।
এগারোই জুলাই রাজ্যে প্রথম দফার পঞ্চায়েত নির্বাচন। মনোনয়নপর্বে যেভাবে লাগাতার হিংসা ও মৃত্যুর ঘটনা ঘটেছে, প্রচারপর্বে তা যাতে না হয়, তার জন্য তত্পর রাজ্য নির্বাচন কমিশন। আজ বেলা এগারোটায় নয় জেলার জেলাশাসক ও পুলিস সুপারদের নিয়ে বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। ওই বৈঠকেই প্রচারপর্বে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমলাদের নির্দেশ দেন তিনি। এদিনের বৈঠকে রমজান মাসে ভোট নিয়ে আমলাদের কোনও নির্দেশ দেয়নি কমিশন।
First Published: Friday, July 5, 2013, 16:42