সরকার-কমিশন বৈঠক নিষ্ফলা

সরকার-কমিশন বৈঠক নিষ্ফলা

সরকার-কমিশন বৈঠক নিষ্ফলাপঞ্চায়েত ভোট ইস্যুতে সরকার-কমিশন বৈঠকে মিলল না কোনও রফাসূত্র। হাইকোর্টের নির্দেশমতো পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে আজ বৈঠকে বসেন দু`পক্ষের আইনজীবীরা। 

সূত্রের খবর, প্রায় ঘণ্টাখানেক কথা হলেও নিষ্ফলাই থেকে যায় বৈঠক। জানা গেছে, রফাসূত্রে পৌঁছতে মূলত বাধা হয়ে দাঁড়ায় কেন্দ্রীয় বাহিনী ইস্যু। কমিশন কেন ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর দাবি করছে তা জানতে চান অ্যাডভোকেট জেনারেল। সূত্রের খবর, কোথায় কোথায় এই বাহিনী ব্যবহার করতে চাইছে কমিশন তারও জবাব জানতে চান বিমল চ্যাটার্জি। কোন এলাকাগুলিকে কমিশন স্পর্শকাতর মনে করছে এবং কেন মনে করছে তারও উত্তর চাওয়া হয় বলে জানা গেছে। তবে বিশদে এনিয়ে তথ্য না থাকায় আজ এর জবাব দিতে পারেননি কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল। তিনি যাবতীয় খুঁটিনাটি জেনে এই প্রশ্নগুলির জবাব দেবেন বলে জানিয়েছেন। ফলে মনে করা হচ্ছে, শীঘ্রই আরেক দফা দুপক্ষের বৈঠকের সম্ভাবনা রয়েছে।  







First Published: Friday, April 5, 2013, 23:17


comments powered by Disqus