Last Updated: May 12, 2012 19:11

ছটি পুরসভার নির্বাচনে ভোট গণনার দিন পরিবর্তনের আর্জি জানাল বামেরা। রাজ্য নির্বাচন কমিশনারের কাছে গণনার দিন ১২ জুনের পর করার আর্জি জানানো হয়েছে ফ্রন্টের তরফে। বামেদের যুক্তি পাঁশকুড়া এবং হলদিয়া পুরসভার নিকটবর্তী বিধানসভা কেন্দ্র দাসপুর। অন্যদিকে দুর্গাপুর পুরনিগমের নিকটবর্তী বাঁকুড়া বিধানসভা কেন্দ্র। পুরনির্বাচনের ভোটগণনা ৫ জুন এবং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ১২ জুন। অর্থাত্ ফল ঘোষণা এবং আরেকটি নির্বাচনের মধ্যে মাত্র ৭ দিনের ব্যবধান। পুর নির্বাচনের ফলের প্রভাব ১২ তারিখের নির্বাচনে পড়ার সম্ভবনা রয়েছে বলে দাবি বামেদের।
First Published: Saturday, May 12, 2012, 19:11